স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চলাচলে বৈধতার দাবিতে আন্দোলনের পথে পা বাড়িয়েছে ব্যাটারিচালিত রিকশা চালকরা। অধিকার আদায়ের প্রাথমিক ধাপ হিসেবে তারা গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের সাথে দেখা করেছে। রাত ৮টার দিকে ব্যাটারিচালিত রিকশাচালকরা প্রথমে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের কাছে যান, পরে তারা হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের সাথে দেখা করেন। এ সময় টাউন হল রোড ও কালীবাড়ি সড়ক এলাকায় ব্যাটারিচালিত শতাধিক রিকশাচালক শোডাউন প্রদর্শন করে।
এ সময় চালকরা জানান, ব্যাটারিচালিত রিকশার সাথে হবিগঞ্জের ২/৩ হাজার শ্রমিক জড়িত। তারা ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছেন। ব্যাটারিচালিত রিকশা বেকার যুবকদের বেকারত্ব দূর করেছে। এই পরিবহন বৈধতা না পাওয়ায় চালকরা প্রশাসনের হয়রানীর শিকার হচ্ছেন। সম্প্রতি ট্রাফিক পুলিশ হবিগঞ্জ শহরের কয়েকশ’ ব্যাটারিচালিত রিকশা আটক করে ট্রাফিক অফিসে নিয়ে যায়। শ্রমিকরা জানান, ব্যাটারিচালিত রিকশা লাইসেন্স প্রদান করা হলে তাদের চলাচলে সুবিধা হবে। এর উপার্জনে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন।
পরে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে সমবেত ব্যাটারিচালিত রিকশা চালকদের উদ্দেশ্যে বক্তৃতা করেন মেয়র মিজানুর রহমান মিজান। মেয়র মিজান বিষয়টি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করবেন বলে তাদের আশ^স্থ করেন।