স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এনা পরিবহনের চলন্ত বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী সুপারভাইজার মানিক মোল্লাকে (৪০) কারাগারে প্রেরণ করেছে আদালত। সেই সাথে স্কুল ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে প্রেরণ করা হয়। রোববার বিকেলে তাদেরকে আদালতে নেয়া হলে মানিক মোল্লার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ বিচারক। পাশাপাশি ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে স্কুলছাত্রী। বিকেলে তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা বেগমের আদালতে নেয়া হলে আদালত তার ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করে পিতার জিম্মায় দেন।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার কর্চা গ্রামের একটি পরিবার এনা পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৫১) ঢাকা যাচ্ছিল। বাসটি শায়েস্তাগঞ্জ অলিপুর অতিক্রম করার পর সুপারভাইজার কৌশলে ওই স্কুলছাত্রীকে গাড়ীর পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর শোর চিৎকারে তার পিতাসহ অন্যান্য যাত্রীরা এগিয়ে গিয়ে তাকে রক্ষা করেন। উত্তেজিত যাত্রীরা সুপারভাইজার মানিক মোল্লাকে মারধর করে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মাধবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে গাড়ি থামিয়ে অভিযুক্ত সুপারভাইজারকে আটক করে। এ ঘটনায় রাতেই ভিকটিমের পিতা বাদী হয়ে সুপারভাইজার মানিক মোল্লাকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মানিক মোল্লা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com