এসএম সুরুজ আলী ॥ মাধবপুরের ধর্মঘর ও চুনারুঘাটের গুইবিল বিওপি এলাকায় অভিযান চালিয়ে মাদক ও বাই-সাইকেলে করে পাচারের সময় বিপুল রসুন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। রবিবার বিকেল ৪টার দিকে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের হাবিলদার মোঃ আবু তাহেরের নেতৃত্বে মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপি এলাকার আলীনগর প্রাইমারী স্কুল সংলগ্ন স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ১০ বোতল ফেনসিডিল এবং ২৫ বোতল বিয়ার আটক করা হয়। আটককৃত মাদক দ্রব্যের মূল্য প্রায় ৫৬ হাজার ৫শ’ টাকা। অপর দিকে একই দিন বেলা ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের নায়েক সুবেদার মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপি’র এলাকা মানিক ভান্ডার নামক স্থান থেকে বাই-সাইকেলে করে পাচারকালে ৪শ’ কেজি বাংলাদেশী রসুন আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ৮৮ হাজার টাকা প্রায়।
চুনারুঘাটে বাই-সাইকেলে করে পাচারের সময় বিপুল রসুন আটক
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com