স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পেট্রোল পাম্প এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ রফিক মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মৃত গুনু মিয়ার ছেলে এবং বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রফিক ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই দেবাশিষ তালুকদারের নেতৃত্বে পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে রফিক মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এসআই দেবাশিষ তালুকদার জানান, গ্রেফতার রফিকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com