এসএম সুরুজ আলী ॥ আজ সোমবার হবিগঞ্জ জেলার মাধবপুর, বানিয়াচং ও হবিগঞ্জ সদর উপজেলার ৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মেম্বার পদে উপনির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৫টি ওয়ার্ডে নারীসহ ১৭ জন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ার্ডগুলো হলো- হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড (বামকান্দি দক্ষিণ এলাকা), মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের ১ ও ৯নং ওয়ার্ড, ধর্মঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এবং বানিয়াচং উপজেলার উত্তর পূর্ব ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড। লুকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার পদে লড়ছেন ২জন প্রার্থী। তারা হলেন- আব্দুল জলিল (ফুটবল) ও মোছাঃ হুছনাহার খাতুন (মোরগ)। আন্দিউড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদে লড়ছেন ৫ প্রার্থী। তারা হলেন- জমির আলী (ফুটবল), মোঃ আফজল চৌধুরী (টিউবওয়েল), মোঃ ছাদেক মিয়া (বৈদ্যুতিক পাখা), মোঃ জামাল মিয়া (তালা) ও মোঃ স্বপন মিয়া (মোরগ)। এ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন ৩ প্রার্থী। তারা হলেন- আক্তার মিয়া (মোরগ), মোঃ ওয়াহাব মিয়া (ফুটবল) ও মোঃ সমসু মিয়া (তালা)। ধর্মঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মোঃ আব্দুল হান্নান (টিউবওয়েল), মোঃ বিল্লাল মিয়া (তালা), মোঃ মতিউর রহমান (ফুটবল) ও মোঃ সফিকুল ইসলাম (মোরগ)। উত্তর-পূর্ব ইউনিয়নের সংরক্ষিত নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ডলি আক্তার বর্ষা (মাইক), নিয়ামত বিবি (তালগাছ) ও হামিদা বেগম (হেলিকপ্টার)। গতকাল বিকেলে কেন্দ্রগুলোতে প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং, পুলিশ, আনসার সদস্যসহ ব্যালট পেপার, ভোট ব্যাক্সসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছানো হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন ইউনিয়নের ৬টি ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে অন্যান্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী হিসেবে ঝিনুক আক্তার মেম্বার নির্বাচিত হতে যাচ্ছেন। এ কারণে এ ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
রিটার্নিং অফিসার মোহাম্মদ হারুন মোল্লা জানান, এ ওয়ার্ডের মেম্বার আকছির মিয়া মারা যাওয়ায় নিয়ম অনুযায়ী এ ওয়ার্ডের মেম্বার পদটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচনে এ ওয়ার্ডের মেম্বার পদে কয়েকজন প্রার্থী মনোনয়পত্র দাখিল করলেও স্থানীয় মুরুব্বীয়ানদের অনুরোধে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। একক প্রার্থী হিসেবে এ ওয়ার্ডে প্রয়াত মেম্বার আকছির মিয়ার কন্যা ঝিনুক আক্তার রয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী ঝিনুক আক্তারকে মেম্বার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটানিং অফিসার।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, জেলার বিভিন্ন ইউনিয়নের ৫টি ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার সংবাদ পেলে পুলিশ তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে।
শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঝিনুক আক্তার
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com