স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, শাকিল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নাালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মামুন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, কার্যকরি কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, আব্দুর রউফ সেলিম, আখলাছ আহমেদ প্রিয়, ফয়সল চৌধুরী, জুয়েল চৌধুরী, সাইফুর রহমান তারেক, নিরঞ্জন গোস্বামী শুভ, জাহেদ আলী মামুন, সাইদুর রহমান কুটি, কাজী মিজান, শাহ আলম, তারেক হাবিব, মোঃ তৌহিদ মিয়া প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com