ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের নির্বাচনে বিপুল ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ শামছুল হুদাকে ইজিবাইক (টমটম) দোকান মালিক সমিতি হবিগঞ্জের পক্ষ থেকে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেল ৫ টায় শহরের পালকি কমিউনিটি সেন্টারে গাজী মিছবাহ উজ্জামানের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনার অনুষ্ঠানে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা নবনির্বাচিত সভাপতিকে অবগত করেন। এ সময় সংবর্ধিত ব্যক্তিত্ব অতীতের ন্যায় তাদেরকে সহযোগিতার আশ^াস দেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com