স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ বলেন- পুলিশ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। অতীতে কোন স্বৈরশাসকই বন্দুকের নল দিয়ে জনগণের কন্ঠরোধ করতে পারেনি। আওয়ামী লীগও পারবে না। তিনি রবিবার দুপুরে দেশ বিরোধী চুক্তি ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালোদ জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন। শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জি কে গউছ আরও বলেন, আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই খুন হতে হয়, গুম হতে হয়। এর একমাত্র কারণ দেশে গণতন্ত্র নেই, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই, জানমালের নিরাপত্তা নেই। দেশের পক্ষে কথা বলার কারণে আবরারকে হত্যা করা হয়েছে। আবরার হত্যাকান্ডে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আবরারকে হত্যা করার মাধ্যমে এ দেশের মানুষের কন্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগকে জনগণের কাছে সকল অপকর্মের জবাব দিতে হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- আব্দুল হান্নান ফরিদ, এম জি মুহিত, সরফরাজ চৌধুরী, আব্দুল ওয়াদুদ তালকুদার আব্দাল, নুরুল ইসলাম নানু, আজিজুর রহমাস কাজল, ফরিদ আহমেদ অলি, মুজিবুর রহমান সেফু, অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, মাহবুবুর রহমান আউয়াল, মিয়া মোঃ ইলিয়াছ, জালাল আহমেদ, অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, জহিরুল হক শরীফ, সৈয়দ মুশফিক আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, মহিবুল ইসলাম শাহীন, রুবেল আহমেদ চৌধুরী, আজম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল কাদির, সামছুদ্দিন আহমেদ, শেখ মোঃ ফরিদ, নাজমুল হোসেন বাচ্চু, মাহবুবুল আলম হেলাল, মর্তুজা আহমেদ রিপন, এস এম আউয়াল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আব্দুল কাইয়ুম ফারুক, হাবিবুর রহমান হাবিব, কামাল সিকদার, সালাউদ্দিন টিটু, আনজব আলী, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুল আহাদ আনসারী, সাইফুল ইসলাম রানা, মুজিবুর রহমান মুজিব প্রমূখ। শেষে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফারুক আহমেদ।
আবরার হত্যার প্রতিবাদে বিএনপির সমাবেশে জি কে গউছ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com