
মাধবপুর প্রতিনিধি ॥ লাগাতার বৃষ্টিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে বীর মুক্তিযোদ্ধার ছেলের বসতঘর ধ্বসে পড়েছে। এতে ঘরে থাকা গৃহবধূ আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার রাতে ভারী বৃষ্টিপাতে মৃত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে মঈন উদ্দিন মনুর মাটির ঘরের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে মঈন উদ্দিন মনুর স্ত্রী-সন্তানরা অবস্থান করছিলেন। দেয়াল ধ্বসে মঈন উদ্দিনের স্ত্রী আহত হলেও অলৌকিকভাবে তার সন্তানরা ছিল অক্ষত।
মঈন উদ্দিন মনু জানান, হঠাৎ দেয়াল ধ্বসে পড়লে আমি সন্তানদের দ্রুত বের করে নিতে সক্ষম হই। এতে প্রাণহানি থেকে আমরা রক্ষা পেয়েছি। ঘরটি ভেঙে পড়ায় তিনি চরম বিপাকে রয়েছেন। ঘরটি মেরামতের জন্য তিনি স্থানীয় প্রশাসন ও সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে মঈন উদ্দিন মনুকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।