
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১১ অক্টোবর) ভোর রাতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ট্রাক চালক ও হেলপার মাদকদ্রব্য বিক্রির জন্য শায়েস্তাগঞ্জে আসছে। খবর পেয়ে ভোর ৪ টা ৫৫ মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এর কাছে চেক পোস্ট বসিয়ে ঢাকা থেকে সিলেট গামী (ঢাকা মেট্রো-ট-১৮-০০৮৮) একটি ডায়না ট্রাক দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয় র্যাব। এসময় ট্রাক চালক ও হেলপার পালানো চেষ্টা করলে দুই জনকে আটক করা হয়। পরে ট্রাকের ভেতর তল্লাশি করে চালকের পেছনে গাড়ির বডিতে ৩টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা থেকে নীল রঙের ১১টি প্যাকেট খালি স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার ছলিমপুর গ্রামের মৃত আঃ শুক্কুর এর ছেলে ট্রাক চালক মোঃ সাইফুল আলম (৪৮) এবং লক্ষীপুর জেলার সদর উপজেলার পশ্চিম করইতলা গ্রামের রুহুল আমিনের ছেলে হেলপার মোঃ রুবেল হোসেন (৩০)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত ও ডায়না ট্রাক শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।