
নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলায় জব্দ করা ১৪টি মোবাইল ফোনও উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের উপস্থিতিতে এসব মোবাইল ফোন ও নগদ অর্থ মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৩ হাজার ৬০০ টাকার একটি বিকাশ ও নগদ লেনদেনের অর্থ ফেরত পান এক ভুক্তভোগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাগণ।
পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে সাইবার প্রতারণা বেড়ে গেছে। তবে হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রতিনিয়ত এই প্রতারকদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে। নাগরিকদের সচেতন থাকতে হবে। অচেনা নম্বরে টাকা না পাঠানোই সবচেয়ে বড় প্রতিরোধ। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা থাকলে সাইবার অপরাধীদের দমন করা সম্ভব। আজ উদ্ধার হওয়া অর্থ ও মোবাইলসমূহ প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পারায় আমরা আনন্দিত। উদ্ধারকৃত অর্থ ও মোবাইল ফোন গ্রহণ করে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।