স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ভূমি অফিসের সাবেক কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের সহধর্মিণী মোছা. মাসুমা আক্তার (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা রোডস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা, তিন পুত্র, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ জুমা রাজনগর এতিমখানা জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর সদর উপজেলার লোকড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার পুত্র, সাবেক ক্রিকেটার ও তরুণ ক্রীড়া সংগঠক কাতার প্রবাসী মো. সোহেল মিয়া তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।