
সিলেটে বসবাসরত হবিগঞ্জের অধিবাসীদের সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য নর্থইস্ট মেডিকেল কলেজ পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য পূবালী ব্যাংক পিএলসি এর সাবেক পরিচালক সৈয়দ আব্দুল মুহিত, আজীবন সদস্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. আজিজুর রহমান ও সমিতির কার্যকরি কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সহকারি কমিশনার (কর) নাজির আহমদ এর মৃত্যুতে শোক ও স্মরণসভা গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর পশ্চিম দরগাহ গেইটস্থ একটি রেস্তোরার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডা. শাহনেয়াজ চৌধুরী।
হবিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ঢাকা দক্ষিণ সরকারি কলেজের সহকারি অধ্যাপক এ কে এম মাহমুদুল আলম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক ও স্মরণসভায় হবিগঞ্জের প্রয়াত কৃতিসন্তানদের জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন হবিগঞ্জ সমিতির আজীবন সদস্য ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, হবিগঞ্জ সমিতির সাবেক সভাপতি সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত বিভাগীয় পরিচালক বীরমুক্তিযুদ্ধা আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, সহ-সভাপতি ও এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত উপ-বিভাগীয় হিসাব কর্মকর্তা হোসেন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত উপজেলা মৎস কর্মকর্তা আবু তাহের চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাকিম আহমদ কাওসার, সহ-সাধারণ সম্পাদক ট্রাস্ট ব্যাংক পিএলসির কর্মকর্তা কাশেম আজাদ, সাংগঠনিক সম্পাদক নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সচিব আব্দুল আউয়াল প্রমূখ।
অনুষ্ঠানে হবিগঞ্জের কৃতিসন্তান দেশবরেণ্য শিক্ষাবিদ এমিরেটাস প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় দোয়া পরিচালনা করেন সিলেট বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক শাহ নজরুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি