
স্টাফ রিপোটার ॥ সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আধুনিক বাংলাদেশ গড়ার জন্য দলের পক্ষ থেকে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তারুণ্যের অগ্রদূত অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ বিনির্মাণে জনগণের কল্যাণে ৩১ দফা বাস্তবায়নে সেই অঙ্গীকার তৃণমূল নারীদের কাছে পৌঁছে দিতে হবে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দুঃশাসনের ফলে দেশের অর্থনীতিসহ সবকিছু ধংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শনিবার বিকেলে বহরা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, বিএনপি নেতা অ্যাডভোকেট নিজামউদ্দিন খান, এস.এম ইকরাম, ডাঃ লাল মিয়া, আমজাদ আলী শাহিন, আওলাদ হোসেন মিয়া মেম্বার প্রমূখ।