স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর আলিম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ইয়াসিন আরাফাত নিরব গত ৬ অক্টোবর বিকেল থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পরিবারে দেখা দিয়েছে উদ্বেগ উৎকন্ঠা। ইয়াসিন আরাফাত নিরব পাঞ্জারাই গ্রামের মো. ইয়াছিন আরাফাত এর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ৬ অক্টোবর বিকেলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ইয়াসিনের গায়ের রং শ্যামলা, মুখম-ল গোলাকৃতির। নিখোঁজের সময় তার পরনে ছিল আসমানী রঙের তুফ পাঞ্জাবি, সাদা পায়জামা এবং সাদা-কালো ফুলের নকশা করা টুপি। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। কোন সুহৃদয়বান ব্যক্তি ইয়াসিন আরাফাত নিরব এর সন্ধান পেলে ০১৭০৯-৬৫১১২৯, ০১৭১৫-৯০০২৩৮ অথবা ০১৭৪৭-১৫০২১৪ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।