স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। তবে কি কারণে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে এ বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু বলছে না।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও আতাউর রহমান সেলিম। তাদেরকে ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে সদর থানায় সোপর্দ করলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গতকাল শনিবার (১১ অক্টোবর) সকালের দিকে প্রিজন ভ্যানে করে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের সিলেট পাঠানো হয়।