
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল প্রায় ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার আওতাধীন হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের প্রধান গেইটের প্রবেশমুখে বাইপাস রোডের ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ডিবি পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com