স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সমাবেশ বানচাল করতে চক্রান্ত ষড়যন্ত্রও শুরু হয়েছে। সমাবেশে মানুষের সমাগম যাতে কম হয় সেজন্য পুলিশ প্রশাসন ধরপাকড় শুরু করেছে। সিলেটগামী সব ধরনের যানবাহনে তল্লাসী করা হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে যত বাঁধাই আসুক, সকল বাঁধা ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই বিএনপি সমাবেশ করবে, নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত হবেন।
জি কে গউছ বলেন- খালেদা জিয়ার মুক্তি না হলে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার কোন সম্ভাবনা নেই। খালেদা জিয়ার মুক্তি না হলে মানুষ ভোটাধিকার ফিরে পাবে না, মানুষের চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, জান মালের নিরাপত্তা ফিরে পাবে না। তাই গণআন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেইদিন আর বেশি দূরে নয়, দুর্নীতি আর লুটপাটের মহাসাগরে নিমজ্জিত আওয়ামী লীগের পতন হবেই। তিনি রবিবার বিকাল ৪টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পরামর্শ সভায় এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এমজি মুহিত, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান প্রমুখ।
হবিগঞ্জে পরামর্শ সভায় জি কে গউছ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com