গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের তিনকোণা পুকুরপাড়স্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি নূরুল আমিন ভূইয়ার সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন জাবেদের পরিচালনায় নির্বাচিত কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন নির্বাচিত সহ-সভাপতি মোঃ নুরুন্নবি, মোঃ আব্দুল কদ্দুছ, যুগ্ম সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমেদ, রইছ আলী, রাজু রায়, ওয়াহিদুল হোসেন আখঞ্জী, আঃ ছালাম, দিলোয়ার রহমান কাউছার, মোঃ লিয়াকত আলী, রবিন আহমেদ, মোঃ ফারুক মিয়া, টিটু প্রমুখ।
বক্তাগণ বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, টমটমের ব্যবসার সাথে জড়িত নয় এমন কিছু বহিরাগত ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন নামে টমটমের কমিটি দিয়ে সাধারণ মালিক শ্রমিকদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে। তাই এসব সুযোগ সন্ধানী ব্যক্তিদের কথায় বিভ্রান্ত না হয়ে অতীতের ন্যায় ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য উদাত্ত আহবান জানান এবং গত ১২ সেপ্টেম্বর দৈনিক সমাচার পত্রিকার মাধ্যমে সংগঠনের সাবেক আহবায়ক ও বর্তমান নির্বাচিত সভাপতি মোঃ নূরুল আমিন ভূইয়ার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের জন্য বহিস্কৃত মোঃ কামরুল ইসলাম ও এনামুল হক যে কুরুচিপূর্ণ ভাষায় প্রতিবাদ জানিয়ে, নুরুল আমিন ভূইয়ার সম্মানহানি করেছেন ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় নবনির্বাচিত কার্যকরী কমিটি এবং যে সকল টমটমের সামনের গ্রীলগুলি খোলা হয়েছে তা দ্রুত লাগিয়ে নেওয়ার জন্য মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ করা হয়। অন্যথায় আইন প্রয়োগকারী সংস্থা যেসব টমটমের গ্রীল খোলা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি
হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com