মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে বয়সের মধ্যে নয় ॥ এমপি মিলাদ গাজী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম¥দ শাহনওয়াজ মিলাদ গাজী বলেছেন, জন্ম হোক যথাতথা কর্ম হোক ভাল, কীর্তিমানের মৃত্যু নেই/মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে বয়সের মধ্যে নয়। প্রধান শিক্ষক শায়েস্তা মিয়া ছিলেন মানুষ গড়ার কারিগর। তার মৃত্যুর পরও আমরা আজ তার ভাল কর্মের ফলে এ শোক সভা পালন করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছেন। শিক্ষার্থীদেরকে নানান সুযোগ সুবিধা দিয়ে আসছেন। তাই শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীরা যাতে কোন সময়ই মোবাইল ফোন ব্যবহার করতে না পারে সেদিকে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক শায়েস্তা মিয়া জায়দীরদারের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রবিবার বিকালে দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উক্ত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক শিবলির সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ছালেহ আহমদ ও মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, অ্যাডভোকেট আনছার খান, অধ্যাপক ডাঃ কামাল আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, সমাজ সেবক শেখ নুরুল আমিন লেবু মিয়া, সাবেক প্রধান শিক্ষক নিজামুল ইসলাম, আউশকান্দি র. প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, হারুন মিয়া, আফিয়া খাতুন, মহশিন মিয়া, মুজিবুর রহমান মুরাদ, খায়রুল ইসলাম, শেখ মোঃ সামছুল কিবরিয়া, আপ্তাব মিয়া, রুহেল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।