স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও শিক্ষার্থীর উপর হামালার অভিযোগে কারাবন্দী আওয়ামী লীগ নেতা ফুল মিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-২ এর বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।
অভিযোগ রয়েছে, ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারপিট ও স্কুল থেকে বের করে দেয়ার জের ধরে স্কুলের প্রধান শিক্ষিকাসহ দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন ফুল মিয়া। এ ঘটনায় উপজেলা শিক্ষক সমিতির নেতাকর্মীরা ফুল মিয়াকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। খবর পেয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, সহকারী শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম আহত শিক্ষিকা শাহিনা খাতুন ও আহত দুই শিক্ষার্থীকে হাসপাতাল দেখতে যান। পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির, উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরীসহ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গোলগাঁও গ্রামের মৃত আব্দুস ছত্তার মিয়ার পুত্র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়াকে (৫৫) আটক করে জেলহাজতে প্রেরণ করে চুনারুঘাট থানা পুলিশ। সেই সাথে প্রধান শিক্ষিকা শাহিনা খাতুন বাদী হয়ে ফুল মিয়া, জুয়েল মিয়া, কাজল মিয়াকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার আসামী ওই স্কুলের দপ্তরী জুয়েল মিয়া ও কাজল মিয়া পলাতক রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com