মাধবপুর প্রতিনিধি ॥ এই গ্রাম আমাদের এই স্কুল আমাদের, তাই গ্রামের ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষায় সচেষ্ট থাকতে হবে। যাতে ছেলেমেয়েরা বিদ্যাশিক্ষা সঠিকভাবে অর্জন করতে পারে। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ফাইভ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান একথা বলেন। তিনি বলেন বিদ্যালয়টি সমাপনী পরিক্ষায় শতভাগ সাফল্যসহ নানা গৌরব অর্জন করেছে। বিদ্যালয়ের নানান সমস্যা সমাধানে তিনি চেষ্টা চালিয়ে যাবেন।
এ উপলক্ষে বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল মোঃ আবু নাছেরের সভাপতিত্ব্ েও সহকারি শিক্ষক মোঃ ফকরুদ্দিনের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরা খাতুন, শিক্ষক নেতা আব্দুল কাদির, ইউপি সদস্য মোহাম্মদ আলী, অভিভাবক প্রতিনিধি কুলসুমা খাতুন প্রমূখ। পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আতিকুর রহমান আতিক ও হালিমা আক্তার লিপা ও শ্রেষ্ঠ শিক্ষক সেলিনা আক্তারের হাতে ক্রেস্ট তুলে দেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ে এসএমসি ও শিক্ষকগণ।