স্টাফ রিপোর্টার ॥ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্তসহ ১০টি বিচারাধীন মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত ইকবাল হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
গত শনিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং ২নং ইউনিয়নের অন্তর্গত আমিরখানীর তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত ডাকাত ইকবাল ওই মহল্লার আলতাব হোসেনের ছেলে।
বানিয়াচং থানার এসআই গোপাল দত্ত জানান, ডাকাত ইকবাল দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট মাথায় নিয়ে পলাতক ছিল। গোপন সংবাদে জানতাম পারলাম ডাকাত ইকবাল ওই সময় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছে। পরে বানিয়াচং থানার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত ইকবালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com