স্টাফ রিপোর্টার ॥ ‘ক্লাইমেট একশন ফর পিস’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা স্কাউটসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও স্কাউটারদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সিলেট অঞ্চলের উপ-কমিশনার প্রমথ সরকার, জেলা স্কাউটসের সহকারী কমিশনার অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও হবিগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com