স্টাফ রিপোর্টার ॥ গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ২৯টি ব্যাংকের সহযোগিতায় হবিগঞ্জ জেলা শহর ও শহরতলির ২৩টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে হবিগঞ্জ টাউন হলে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৯ ও র্যালি অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান। সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মাকসুদা বেগম ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-মহাব্যবস্থাপক শামীমা নার্গিস, খালেদ আহমদ ও যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরী। লীড ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ কয়েস সামী স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার আওতায় এনে অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা, তাদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন এবং ব্যাংকারদের এ ব্যাপারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে জানানো হয়- স্কুল ব্যাংকিং কর্মসূচির আওতায় স্কুলের শিক্ষার্থীরা যে কোন ব্যাংকে একাউন্ট খুলে নিজেদের ক্ষুদ্র সঞ্চয়ের টাকা জমা রাখতে পারবে। প্রয়োজনে সেই টাকা উত্তোলন করে তাদের প্রয়োজন মেটাতে পারবে। মাত্র একশ’ টাকা জমা দিয়ে একাউন্ট খোলা যাবে। অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয় ইতোমধ্যে সারা দেশে শিক্ষার্থীদের একাউন্টে দেড় হাজার কোটি টাকা জমা হয়েছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
পরে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ নাভিদ হোসেন চৌধুরী, দ্বিতীয় বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্পিতা দেব তৃণা ও তৃতীয় হয় নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের ছাত্র শামীম মিয়া। এছাড়াও চতুর্থ থেকে দশম স্থান অধিকারীরা হলেন যথাক্রমে টেকনিক্যাল স্কুলের মোজাহিদ, পইল উচ্চ বিদ্যালয়ের আল আমিন, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পায়েল সূত্রধর, এমপি আবু জাহির উচ্চ বিদ্যালয়ের রোজিনা আক্তার, দারুচ্ছুন্নাৎ মাদ্রাসার মোঃ শরীফুল ইসলাম, উমেদনগর মাদ্রাসার মোঃ সোহাগ মিয়া ও রামপুর উচ্চ বিদ্যালয়ের মনিরা খাতুন। প্রথম পুরস্কার বিজয়ী নাভিদকে ৫ হাজার টাকার প্রাইজবন্ড এবং অন্যান্য বিজয়ী শিক্ষার্থীগণকে প্রাইজবন্ড, জ্যামিতি বক্স, টিফিন বক্স, বই সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
কনফারেন্সে হবিগঞ্জ শহরে থাকা প্রায় প্রতিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
হবিগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com