আলাউদ্দিন আল রনি ॥ হবিগেঞ্জর মাধবপুরে দু’মাদক পাচারকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারি কশিশনার ভূমি মোঃ মতিউর রহমান খাঁন এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে আলাই মিয়া (২৫) ও একই গ্রামের তাহের মিয়ার ছেলে মোঃ ফয়সল মিয়া (২৩)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হরিণখলা সীমান্ত ফাঁড়ির নায়েক বাদশা আলমের নেতৃত্বে বিজিবি টহল দল চৌমুহনী বাজারে অটোরিক্সা (সিএনজি) তল্লাশী চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ দু’পাচারকারীকে আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারি কমিশনারের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com