মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে খোয়াড় থেকে ছাগল আনার সময় রশীদ চাওয়ায় স্কুলছাত্রীসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করেছে খোয়াড়ের মালিক। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। শনিবার সকালে আহত অবস্থায় তারা চিকিৎসা নিতে হবিগঞ্জ সদর হাসপাতালে আসেন। আহতরা হলেন- প্রাণনাথ রবিদাস (৫০), তার স্ত্রী মালতি রবিদাস (৪৫), তার মেয়ে স্কুলছাত্রী দিপালি রবিদাস (১২) ও সেফালি রবিদাস (১৩)।
প্রাণনাথ রবিদাস জানান- একই গ্রামের শিপন মিয়া নামে এক যুবক তার একটি ছাগল ধান খাওয়ার অভিযোগে এলাকার কদর আলীর খোয়াড়ে দিয়ে দেন। খবর পেয়ে রাতে তিনি ছাগল আনতে গেলে ৫০ টাকা জরিমানা দেয়ার পর কদম আলীর কাছে রশীদ চাইলে সে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে কদম আলী তাদের উপরও হামলা চালান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com