স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট গোলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও দুই ছাত্রীর উপর আলোচিত ফুল মিয়া ও দপ্তরী জুয়েলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। শনিবার দুপুরে স্কুলের ক্লাস বর্জন করে প্রতিবাদ ও মানবন্ধন অুনষ্ঠিত হয়। এসময় তারা হামলাকারী পলাতক আসামী গোলগাও গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র ওই স্কুলের দপ্তরী জুয়েল ও তার চাচা কাজল মিয়াকে গ্রেফতারের দাবি জানিয়ে গ্রেফতারকৃত ফুল মিয়ার বিচার দাবি করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানে মিছিল করে মানববন্ধনে অংশ নেয়। তাদের বুকে নিজ হাতে লিখা নিরাপদে পড়তে চাই, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই, শঙ্কামুক্ত বিদ্যালয় চাই, আমাদের জীবনের নিরাপত্তা চাই। মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবকসহ শিক্ষকবৃন্দ।
প্র্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলার গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুল মিয়া গোলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ও আব্দুল হান্নান রমিজের মেয়ে সাদিয়া আক্তার (১০) স্কুলে অনুপস্থিতির কারণে তাকে স্কুল থেকে বের করে দিতে প্রধান শিক্ষিকা শাহিনা আক্তারকে (৪০) নির্দেশ দেন। প্রধান শিক্ষিকা ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়া অনিয়ম এবং এটি করতে পারবেন না বললে আওয়ামী লীগ নেতা ফুল মিয়া তেড়ে ওঠেন এবং প্রধান শিক্ষিকাসহ দুই ছাত্রীকে ডেকে এনে মারধোর করেন। এ ঘটনার সাথে সাথে ফুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com