চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গাজীপুর গ্রামের জলফু মিয়ার স্ত্রী সরুফা খাতুন (২২) ৩ মাসের অন্তঃস্বত্ত্বা নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
আহত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সরুফা খাতুনকে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল উপজেলার হলহলিয়া (গাজীপুর) গ্রামের মৃত আঃ ছত্তারের পুত্র ছুনু মিয়া। এরই জের ধরে গত মঙ্গলবার রাত ৮টার দিকে সরুফা খাতুনকে বাড়িতে একা পেয়ে ছুনু মিয়া ও হলহলিয়া গ্রামের আব্দুছ ছমদ সরুফা খাতুনের বসতঘরে ঢুকে ৩ মাসের অন্তঃস্বত্ত্বা সরুফা খাতুনকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় সরুফা খাতুনের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ওই দুজন সরুফা খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সরুফা খাতুন ৫ দিন ধরে চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সরুফা খাতুনের স্বামী দিনমজুর জলফু মিয়া বাদী হয়ে ছুনু মিয়া ও আব্দুছ ছমদকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আহত সূত্র জানায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com