স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী ও নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পাঁচ দিনে ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সারাদিন শহরের মাহমুদাবাদ থেকে অনন্তপুর ও সার্কিট হাউজ সড়কের মার্কাজ মসজিদ পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। তবে গতকাল বেশিরভাগই নয়া ও নির্মাণাধীন বহুতল ভবন উচ্ছেদ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা জানান, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিন অভিযান চলে। শুক্রবার বন্ধ থাকার পর শনিবারসহ পাঁচ দিনে ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আরো এক সপ্তাহের মধ্যে পুরাতন খোয়াই নদীও ওই এলাকার পুরোটাই দখলমুক্ত করা সম্ভব হবে। এছাড়া নদীর সব লিজ বাতিল করা হচ্ছে।