নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী উচ্চ শিক্ষা গ্রহণের নিমিত্তে যুক্তরাজ্য গমন উপলক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে ও উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউল গণি ওসমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com