স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গৃহবধূ আমিনা হত্যা মামলার রায়ে ৫ আসামীকেই বেকসুর খালাস প্রদান করা হয়েছে। ঘটনার প্রায় ১৬ বছর পর গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় প্রদান করেন। আসামীরা হলেন নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের সুলেমান মিয়া, আলাল মিয়া, লিল মিয়া, মলাই চন্দ্র দাস ও সালেমান।
আসামীপক্ষের সিনিয়র আইনজীবী রুখসানা জামান চৌধুরী জানান, ২০০৩ সালের ৪ নভেম্বর করগাঁও গ্রামের মৃত হাজী আব্দুল করিমের কন্যা ও জৈতন গ্রামের ওয়াজিদ উল্লার স্ত্রী আমেনা বেগমকে কে বা কারা শ^াসরুদ্ধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কাইয়ুম বাদী হয়ে উল্লেখিত ৫ জনসহ আরও ২২ জনকে আসামী করে নবীগঞ্জ থানার হত্যা মামলা দায়ের করেন। পুলিশ শুধুমাত্র ৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। বিচারক ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উপরোক্ত রায় প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। রায় ঘোষণাকালে আসামীরা আদালতে হাজির ছিলেন।