আজ শুক্রবার বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামবাসীর উদ্যোগে সাফরার হাওরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। উক্ত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সুবিদপুর ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী, জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা ভুইয়া লাকী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজিব আলী। নৌকাবাইচ প্রতিযোগিতায় উপস্থিত থেকে উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য জালাল মিয়া আখনজী ও সাধারণ সম্পাদক নিতেন্দ্র চন্দ্র দাস। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com