স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন নামী-দামী কোম্পানীর আইসক্রিম খেয়ে শিক্ষার্থীসহ ১০জন অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে ৫ জন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
সূত্র জানায়, হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানে বিভিন্ন কোম্পানীর আইক্রীম বিক্রি করা হচ্ছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি এসব আইসক্রিম খেয়ে ১০ জন অসুস্থ হয়। অসুস্থদের মধ্যে শিপন (১০), লিপি (৮), জেসমিন (৬), সুহেল (১৮) ও পলককে (১৫) সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com