স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের শায়েস্তানগর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ বলেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে সফল হতে না পারলেও তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে সফল হয়েছেন। আওয়ামী লীগ সরকার বাকশালের আদলে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছে। মানুষের মৌলিক অধিকার হরণ করেছে, বিরোধী দল দমনে দেশের আইন শৃংখলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে, সারাদেশে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করেছে। দেশের মানুষ এমন অবস্থা থেকে মুক্তি চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। খালেদা জিয়ার মুক্তি না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে না। মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে না। ইনশাআল্লাহ, বিএনপির নেতাকর্মীরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, এমজি মুহিত, অ্যাডভোকেট এস এম আলী আজগর, আজিজুর রহমান কাজল, নুরুল ইসলাম নানু, মাহবুবুর রহমান আউয়াল, মিয়া মোঃ ইলিয়াছ, জালাল আহমেদ, আজম উদ্দিন, অ্যাডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, গীরেন্দ্র চন্দ্র রায়, নাজমুল হোসেন বাচ্চু, মুজিবুর রহমান, এস এম আউয়াল, মহিবুল ইসলাম শাহিন, মর্তুজা আহমেদ রিপন, মফিজুর রহমান বাচ্চু, জহিরুল হক শরীফ, সৈয়দ মুশফিক আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মুদ্দত আহমেদ, ফারুক আহমেদ, সফিকুর রহমান সিতু, সৈয়দা লাভলী সুলতানা, এমদাদুল হক ইমরান, জিল্লুর রহমান, রুবেল আহমেদ চৌধুরী, হাফিজুল ইসলাম, শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জ শহরে বিএনপির বিশাল মানববন্ধন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com