স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে আশা কর্মকার নামে এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। তবে তার মা’য়ের অভিযোগ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। সে উপজেলার চাঁনপুর চা-বাগানের কেতু কর্মকারের কন্যা। বৃহস্পতিবার তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
সূত্র জানায়, গত বুধবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকে আশা। সাথে সাথে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে প্রায় ১ ঘন্টা পড়ে থাকলেও কেউ থাকে চিকিৎসা করেনি। এ কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন আশার মা কাজল কর্মকার।
এ ব্যাপারে ডাক্তার জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু স্বজনরা তাকে যথাসময়ে নিয়ে যেতে না পারায় তার মৃত্যু হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com