স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়া প্রেমিক যুগলকে এক বছর পর সিলেট থেকে আটক করেছে সদর থানা পুলিশ। তবে মেয়েটি মায়ের সাথে যেতে রাজি না হওয়ায় প্রেমিকযুগলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা, হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তাবাসসুম এর সাথে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার মহুরী মনির হোসেনের পুত্র ফ্লেক্সিলোড ব্যবসায়ী সাজন মিয়ার (২২) প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি ওই ছাত্রীর পরিবার আঁচ করতে পেরে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এ পরিস্থিতিতে গত বছরের আগস্ট মাসে প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। ওই ছাত্রীর পরিবার থেকে সদর থানায় অভিযোগ দিলে সদর থানার এসআই সাহিদ মিয়া সাগরের ভাই জিবন মিয়াকে আটক করে। তার দেয়া তথ্য অনুযায়ী গত মঙ্গলবার সিলেটে অভিযান চালিয়ে শহরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। গতকাল তাদের আদালতে প্রেরণ করলে মেয়েটি তার পরিবারের জিম্মায় যেতে না চাইলে আদালত তাকে নিরাপত্তা হেফাজতে ও শাওনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com