এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ওই সড়কটির সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি উত্থাপন করেন। তিনি বলেন, ঠিকাদার কাজ ফেলে রাখার কারণে ওই সড়ক দিয়ে চলাচলে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমপি আবু জাহিরে বক্তব্য শুনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের সচিব ও প্রধান প্রকৌশলীকে হবিগঞ্জ-লাখাই সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। অন্যথায় ওই কাজের টেন্ডার বাতিল করে নতুন করে কাজ করার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের প্রচেষ্টায় এ সড়ক উন্নয়নের জন্য একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) ২০১৭ সালে দেড়শ’ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ৫টি ব্রীজও রয়েছে। যৌথভাবে সড়কটির উন্নয়ন কাজ পায় মোজাহার এন্টারপ্রাইজ, তাহের ব্রাদার্স লিঃ ও মাহফুজ খান নামের ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত (২০১৮ সালের) বছরের ফেব্রুয়ারি মাসে তারা কাজ শুরু করে। বলভদ্র সেতু থেকে কালাউক পর্যন্ত সড়কটি উন্নয়ন কাজ সম্পন্ন হলেও বিভিন্ন স্থানে উন্নয়ন কাজের পাথর, বালু ফেলে, ভেঙ্গেচুরে রেখে কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠান। এছাড়াও সড়কটির হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন থেকে বুল্লা বাজার পর্যন্ত বিভিন্ন স্থান ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে থাকছে। অনেক স্থান দেখলে মনে হয় যেন পুকুর। ভাঙ্গা ওই রাস্তা দিয়ে চলাচলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। দিনের পর দিন এ অসহনীয় অবস্থা থেকে পরিত্রাণ পেতে ইতিপূর্বে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাস্তাটি সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন তারা।
অন্যথায় টেন্ডার বাতিল করে নতুন করে কাজ করার নির্দেশ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com