সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রাশাসক মাহমুদুল কবীর মুরাদ। সোমবার দুপুরবেলা তিনি এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসা: শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারিছ মিয়া, বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা জেসমিন, সহকারী শিক্ষক খলিলুর রহমানসহ বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণী কক্ষ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের প্রশংসা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com