হবিগঞ্জের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ এসএস আল-আমিন সুমন একজন সৌখিন ফটোগ্রাফার। তিনি ফেসবুকে জনপ্রিয় ফটোগ্রাফি অনলাইন গ্রুপ ‘শখের ছবিয়াল’ এর অন্যতম এডমিন ও সমন্বয়কারী এবং ফটোগ্রাফি সোসাইটি অব হবিগঞ্জ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি ‘পাখির চোখে হবিগঞ্জ’ শিরোনামে ফেসবুকে একটি অ্যালবাম চালু করেছেন। যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরায় আকাশ থেকে ছবি ধারণ করেন। সেই ছবিতে হবিগঞ্জের বিভিন্ন স্থানের চিত্র সুন্দরভাবে ফুটে উঠে। তাঁর উদ্দেশ্য ছবির মাধ্যমে মানুষের কাছে হবিগঞ্জকে তুলে ধরা। এখন থেকে ডাঃ সুমন তাঁর ছবি ও ছবির পরিচিতি তুলে ধরবেন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায়। আজ প্রকাশিত হলো হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের উপর থেকে তোলা তাঁর ছবি।

ডাঃ এসএস আল-আমিন সুমন
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ঃ এই স্কুলটি অনেকের আবেগের জায়গা, অনেকের ভালোবাসার জায়গা। সবাইকে আবার স্কুল জীবনে ফিরিয়ে নিবার চেষ্টা করছি। স্কুল জীবন পার করে এসেছেন অনেকেই। কেউ কেউ অনেক অনেক বছর আগে আবার কেউ অতি সম্প্রতি। কিন্তু কেউ স্কুল ভুলতে পারে না জীবনে। আসলেই স্কুলটি অনেক সুন্দর। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা ১৮৮৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শুরুতে প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও কালের পরিক্রমায় পরবর্তিতে এটি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিতি পায়। স্কুলটি হবিগঞ্জ শহরের টাউন হল রোডের পাঁশে ২৯.১৮ একর বিশিষ্ট সুবিশাল জায়গা নিয়ে অবস্থিত।