চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে গ্রীষ্মকালীন খেলাধুলা চলাকালে ফুটবল খেলা নিয়ে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে। স্থানীয়রা জানান, গ্রীষ্মকালীন খেলাধুলার ফুটবল খেলায় উপজেলার সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় ও অগ্রণী উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা চলছিল। এসময় লাইন্সম্যানের একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে অগ্রণী উচ্চ বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শিক্ষকরা পরিস্থিতি শান্ত করে পুনরায় খেলা শুরু করেন। খেলা ট্রাইব্রেকারে গড়ালে সেখানে অগ্রণী উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। খেলা শেষে আদর্শ উচ্চ বিদ্যালয় ও অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্বের ঘটনার জের ধরে সংঘর্ষে লিপ্ত হলে ৫ শিক্ষার্থী আহত হয়। তারা হলেন শিহাব মিয়া, ঋতু মিয়া, রোমান মিয়া, তানভির মিয়া, আশিক মিয়া। তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com