নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শোকাবহ আবহে চিরনিদ্রায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) শাহ আবিদ আলী। রবিবার বিকেলে তাঁর শ^শুরবাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ^র গ্রামে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
৯ সেপ্টেম্বর সকাল ১০টায় তাঁর গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামস্থ ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলীর জীবনের উপর বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দীন আহমেদ বীর প্রতীক, ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্বা কমরু মিয়া, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আশিক মিয়া, জুনাব আলী, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সদস্য সচিব নিজামুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য সাইদুর রহমান, কারী আব্দুল কদ্দুস ও নুরুল ইসলাম প্রমূখ। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের ভাগিনা আউশকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দিলাওর হোসেন। জানাজার নামাজের পূর্বে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের উপস্থিতিতে নবীগঞ্জ থানার পুলিশ গার্ড অব অনার প্রদান করে এবং জালালাবাদ সেনানিবাসের লেফটেন্যান্ট শরীফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার ও গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় উমরপুর গ্রামস্থ শাহ রুমি (রঃ) মাজার প্রাঙ্গণে এই বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ আউশকান্দি ইউনিয়নের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com