স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আপন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছ পুলিশ। তিনি উপজেলার বেঙ্গাডোবা গ্রামের ফুল মিয়ার ছেলে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আপন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মাধবপুর থানার এসআই কামাল হোসেন জানান- গত রোববার রাতে নোয়াপাড়া এলাকায় গ্রেফতার আপন মিয়া সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক, বালু পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে নেওয়া হলে বিচারকের নির্দেশে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com