স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালের প্রাক্তন ডিরেক্টর নুর উদ্দিন ও তার মা-বাবাসহ ৬ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া ডাক্তার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, নুর উদ্দিন মাইক্রোবাসযোগে সপরিবারে হবিগঞ্জ শহর থেকে তার গ্রামের বাড়ি জগদীশপুরে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি ডাক্তারবাড়ি এলাকায় পৌঁছার পর ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ পরিস্থিতিতে চালক মহাসড়কের পাশে গাড়িটি নামিয়ে ফেললে নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদ্যুতের খুঁিটতে আঘাত লাগে। এতে মাইক্রোবাসটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় নুর উদ্দিন (৫০), তার পিতা জুলহাস মিয়া (৮০), মা জমিলা খাতুন (৭০), ভাতিজা নাহিদ মিয়া (১০), খোকন আহমেদ (৩৫) ও হালিমা বেগম (৩০) আহত হন। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। দুর্ঘটনার খবর পেয়ে চাঁদের হাসি হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের সদর হাসপাতাল থেকে তাদের হাসপাতালে নিয়ে আসেন। চাঁদের হাসি হাসপাতালের ডিরেক্টর নাসির উদ্দিন জানান, এখানে তাদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। আর গুরুতর আহত অবস্থায় নুর উদ্দিনের পিতা জুলহাস মিয়া ও নুর উদ্দিনের ভাতিজা নাহিদকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।