মোঃ মামুন চৌধুরী ॥ উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি শায়েস্তাগঞ্জ হবিগঞ্জের আয়োজনে উপজেলা পর্যায়ে ৪৮ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে শতবর্ষী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউএনও সুমী আক্তার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তারসহ অতিথিবৃন্দ। এর আগে ৮ সেপ্টেম্বর রবিবার সকালে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমানের দিক নির্দেশনায় ও শিক্ষক ইউনুছ আলীর পরিচালনায় দুইদিনব্যাপী এ প্রতিযোগিতায় সাঁতার, কাবাডি, হ্যান্ডবল ও ফুটবল খেলায় উপজেলার মডেল কামিল মাদ্রাসা, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, প্রাণ-আরএফএল পাবলিক স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মোজাহের উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের মধ্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাধ্যমে প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটে। এ খেলায় ২-০ গোলে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় জয়ী হয়।
পরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার।
বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন বাবর, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পৌর কাউন্সিলর খায়রুল আলম, কাউন্সিলর মোহাম্মদ তাহির মিয়া খান, মহিলা কাউন্সিলর শিউলী বেগম, মডেল কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহজাহান মিয়া, আব্দুল হক, শায়েস্তাগঞ্জ থানার এএসআই টুটল সরকার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক তরফবার্তার বার্তা সম্পাদক কামরুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, যুবলীগ নেতা মঈন উদ্দিন দুলাল, হেলাল মিয়া, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আররাদ আহমেদ নাহুল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মামুনুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সুলতান জামিল আহমেদ জীবন প্রমুখ। প্রতিযোগীতায় বিভিন্নভাবে সহযোগীতা করেছে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, খেলাধুলা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। তার সাথে শরীর রাখে সুস্থ। মন থাকে ভাল। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে বলেই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
বক্তব্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা মানুষকে নিজের দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার সুযোগ করে দেয়। এছাড়া ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষ শৃঙ্খলা শিখে এবং আত্মবিশ্বাসী হয়। এটি মনে রেখে সরকার দেশে খেলাধুলা ও সংস্কৃতির আরো বিকাশে গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার খেলাধুলায় বরাদ্দ প্রদান করছে। দেশজুড়ে আয়োজন হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছে। তাদের মেধার বিকাশ ঘটছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com