হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আরা খানম চৌধুরী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৯ পদকে ভূষিত হয়েছেন। শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখায় আঞ্চলিক ভাষা ও বাঙালি সংস্কৃতি পরিষদ আয়োজিত জাতীয় কবি নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৯ সনদ প্রদান ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় কেন্দ্রীয় কচিকাঁচা মেলা সেগুন বাগিচা ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক ছিলেন বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। বক্তারা পরে আঞ্চলিক ভিত্তিতে নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড বিতরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com