রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মাহবুব আলী

চুনারুঘাট প্রতিনিধি ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পবিত্র হজ্ব পালন শেষ করে শুক্রবার চুনারুঘাট উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া কামনা করেন। তিনি বলেন সৌদিতে যখন আল্লার ঘরের সামনে পড়েছি তখন উপজেলার মানুষের কথা মনে পড়েছে তখন আমি সকলের জন্য দোয়া করেছি। আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের অবদান ভুলার মত নয়, আমি চুনারুঘাটের উন্নয়নে আজীবন কাজ করে যাব। দেশের গ্রামীণ অঞ্চলের অবকাঠামো তথা সার্বিক উন্নয়নে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের পল্লী অবকাঠামো উন্নয়নে আরও বেশি জোর দেয়া হয়েছে। যার মাধ্যমে পল্লী অঞ্চলের চেহারাই পাল্টে যাবে। উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের সনজু চেয়ারম্যানের বাড়ির পিছন হতে আমুরোড বাজার পর্যন্ত দেড় কি.মি. রাস্তার এবং কালিশিরী ফুলছড়ি ছড়া ও রেললাইন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুুল হক, কৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসাইন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।