চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের চুনু মিয়ার পুত্র মো: রাতুল মিয়া (৩৫) ও উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামের আশ্বব উল্লার পুত্র তামাশা মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুনারুঘাট থানার এ.এস.আই শরিফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিশ্চিন্তপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পলাতক ওয়ারেন্টের আসামী রাতুল মিয়াকে গ্রেফতার করে। অপরদিকে রাত ৮টার দিকে এ.এস.আই শরিফ হোসেন গনকিরপাড় গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পলাতক ওয়ারেন্টের আসামী তামাশা মিয়াকে গ্রেফতার করেন। আসামী রাতুল মিয়ার বিরুদ্ধে জি.আর ৩২৪/১৮, সি.আর ১৯/১৯, ১৭/১৯, ১২/১৯ এবং আসামী তামাশা মিয়া না.শি ৫১৬/১৮, জি.আর ১১৪ মামলার পলাতক ওয়ারেন্টের আসামী। তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক আসামীদ্বয়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com