স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পারিবারিক কলহের জের ধরে ইউনুছ আলী (৫৫) নামে এক ব্যক্তি বিষপানে মারা গেছে। সে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের তৈগাও গ্রামের মৃত সিকান্দর আলীর পুত্র। শুক্রবার বিকেলে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
চুনারুঘাট থানার ওসি নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনুছ আলী বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com