স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে আলীগঞ্জ বাজারে ইউনিয়ন যুবলীগ সভাপতি আফরোজ মিয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসকর মিয়া, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক বিশ^জিৎ দাশ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এজেড এম উজ্জল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবিদ হাসান আতিক, আওয়ামী লীগ নেতা শেখ আজিজুল হক, আব্দুল আহাদ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, হাফেজ মোঃ সামরুল ইসলাম, মুজিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জহুর আমিন ও অসিত চৌধুরী সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোফাচ্ছল হোসেন, গিয়াছ উদ্দিন, মোছাব্বির মিয়া, জাহাঙ্গীর মিয়া, শিবুল আচার্য্য, আজিজ, মোস্তাক আহমেদ, মৃত্যুঞ্জয় ধর দাস, সুমন দেবনাথ চৌধুরী, নিউটন দাস প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, ১৫ আগস্ট ঘাতকেরা নীল নকশা তৈরি করে বাংলার মাটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে উৎখাত করতে চেয়েছিল। সেদিন ঘাতকেরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলকে হত্যা করলেও বিদেশে থাকায় বঙ্গবন্ধুর ২ কন্যা বেঁচে যান। ২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নয়নের চাকা সচল করেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলাসহ পুকড়া ইউনিয়নেও উন্নয়ন করেছি। যা অন্য কোন সরকারের আমলে কেউ করতে পারেননি। এই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক নেতাকর্মীদের বুকে বঙ্গবন্ধু আদর্শ লালন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
পুকড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com